Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের রিভিউ খারিজ

এরশাদের রাডার ক্রয় দুর্নীতি

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এরশাদের জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের রাডার কেনায় দুর্নীতির মামলায় নতুন করে কয়েকজনের সাক্ষ্য নিতে দুদকের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। এরশাদের পক্ষে শেখ ছিলেন সিরাজুল ইসলাম।
খুরশিদ আলম খান পরে বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে এ মামলায় নতুন করে সাক্ষ্য নেয়ার আর কোনো সুযোগ থাকল না। অভিযোগপত্রে প্রেসিডেন্ট এর ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে নি¤œ আদালতে মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে যায়। এই অবস্থায় গত বছর নভেম্বরে বাকি সাক্ষীদের সাক্ষ্য নেয়ার আবেদন করে দুদক। এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৪ নভেম্বর দুদকের পক্ষে আদেশ দেন। যে সাক্ষীদের বক্তব্য শোনা হয়নি, তা শেষে করে ৩১ মার্চের মধ্যে এ মামলার বিচার শেষ করতে নির্দেশ দেয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এ মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত চলতি বছরের ৮ জানুয়ারি হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দেয়। দুদক ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেও তা ধোপে টিকল না।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সাবেক প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে এ মামলা করে। ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের কোম্পানি ওয়েস্টিন হাউজের রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল হয়। ১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম আদেশে স্থগিত থাকে। আইনি বাধা কাটলে মামলা হওয়ার ১৮ বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্যগ্রহণ। ২০১৪ সালের ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দেন। সেদিন অন্য দুই আসামিÑ বিমান বাহিনীর সাবেক দুই শীর্ষ কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য দেন। মামলার অন্য আসামি ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা শুরু থেকেই পলাতক। বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এই মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার দায় থেকে মুক্ত। মামলার ধার্য তারিখে তার আইনজীবীই তার পক্ষে হাজির থাকেন।
এরশাদের ৮৮তম জন্মদিন পালিত
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে অবস্থান করলেও দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে চেয়ারম্যানের জন্মদিন পালন করেছে দলটি। গত সোমবার রাত ১২টার ১ মিনিটে জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় যুব সংহতির উদ্যোগে বিশাল আকৃতির একটি কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সংগঠনের আহŸায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব ফখরুল আহসান শাহাজাদাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল ১১টায় দলের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। এ সময় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি দলের কাকরাইল কার্যালয়ে দিনব্যাপী কোরান খতমের আয়োজন করে। বিকালে আয়োজন করে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, উপদেষ্টা নাজমা আকতার, ভাইস চেয়ারম্যান এমরান হোসেন, শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ