Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ থেকে এমা ওয়াটসনের আয় ১৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাম্প্রতিক ব্লকবাস্টার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ফিল্মটিতে কাজ করার জন্য অভিনেত্রী এমা ওয়াটসন নগদ ৩ মিলিয়ন ডলার সম্মানী পেয়েছেন। কিন্তু চুক্তি অনুযায়ী চলচ্চিত্রের আয়ের লভ্যাংশ থেকে এই আয় ১৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
ডিজনির ১৯৯১ সালের এনিমেটেড ক্লাসিকের লাইভ অ্যাকশন সংস্করণটি গত ১৮ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই চলচ্চিত্রটি আয় করেছে ৬৩.৮ মিলিয়ন ডলার। সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি আয় ১৭০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
‘হ্যারি পটার’ সিরিজের পর ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ফিল্মটিই এমার সবচেয়ে বড় সাফল্য। জে কে রাওলিংয়ের উপন্যাস সিরিজ অবলম্বনে ‘হ্যারি পটার’ সিরিজে এমা হারমায়নি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করেছেন।
এরই মধ্যে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ফিল্মটির একটি সিকুয়েলের ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রটিতে সমকামী দৃশ্য থাকায় মালয়েশিয়ার সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিউটি

১৬ জানুয়ারি, ২০১৭
২৬ ডিসেম্বর, ২০১৬
১৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ