Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অহনার বিউটি পার্লার অহ-মি

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরে অভিনেত্রী অহনা অভিনয়ের পাশাপাশি একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট’র ব্যবসা করে আসছিলেন। তবে এবার সেই ব্যবসার পাশাপাশি একটি বিউটি পার্লার চালু করেছেন। গত শুক্রবার থেকে রাজধানীর উত্তরার ১৩নং সেক্টরের গরীবে নেওয়াজ রোডে অহনা তার বিউটি পার্লার ‘অহ-মি’ যাত্রা শুরু করেছে। ‘অহ-মি’র কর্ণধার দু’জন। প্রধান কর্ণধার অহনা নিজে। আরেকজন হচ্ছেন তারই খালাতো বোন লিজা মিতু। অহনা’র নামের ‘অহ’ এবং মিতুর নামের ‘মি’ নিয়ে অহনা তার বিউটি পার্লারের নাম রেখেছেন ‘অহ-মি’। হঠাৎ ব্যবসার প্রতি মনোযোগ দিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে অহনা বলেন,‘প্রতি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। তাই ভাবলাম নিজের একটি ব্যব্যসা প্রতিষ্ঠান থাকলে সেটা আমার নিজের জন্য, পরিবারের জন্য সর্বোপরি সবার জন্যই অনেক ভালো হয়। পাশাপাশি আমার খালাতো বোন মিতুরও অনেকদিন ধরে আগ্রহ আমরা দু’জন মিলে যেন একটি বিউটি পার্লার দেই। এসব কারণেই বিউটি পার্লারটি দেয়া। এদিকে অহনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিলো পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’। এতে তার বিপরীতে ছিলেন সাইমন। বিভিন্ন সময়ে খÐ নাটকে অভিনয়ের পাশাপাশি অহনা ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে। ধারাবাহিকগুলো হচ্ছে ‘নোয়াশাল’, ‘রূপালী প্রান্তর’, ‘মহাগুরু’, ‘কমেডি ৪২০’, ‘শান্তি অধিদপ্তর’, ‘আয়নাঘর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিউটি

১৬ জানুয়ারি, ২০১৭
২৬ ডিসেম্বর, ২০১৬
১৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ