প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের ক্রমবর্ধমান ফ্যাশন প্রেমীদের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে জাপানি চেইন সেলুন ব্র্যান্ড ‘বিউটি ফেস জাপান’। গুলশান দুই নম্বর গোল চত্বস্থ ফয়সাল টাওয়ারে এই সেলুন চালু করা হয়েছে। এটি একাধারে বিউটি পার্লার, সেলুন এবং ফ্লিমিং সেন্টার। অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বিশাল পরিসরে পুরুষ ও মহিলাদের জন্য এখানে আলাদা ব্যবস্থা রয়েছে। গত ১৮ জানুয়ারি সেলুনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শো বিজ অঙ্গণের শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতিসহ বিশিষ্টজনরা। উপস্থিতি ছিলেন চিত্রনায়িকা জয়া আহসান। কেক কেটে সেলুনটির উদ্বোধন করা হয়। বিউটি ফেস জাপান-এর স্বত্ত্বধিকারী সাকুরা সাবের বলেন, একটি বিউটি সেলুন প্রতিষ্ঠার চিন্তা আমাদের মাথায় হুট করে বা নিছক ব্যবসায়িক কারণে আসেনি। বাংলাদেশের ফ্যাশনপ্রেমীদের চাহিদার তুলনায় মানসম্মত সেলুনের অভাব রয়েছে। বিউটি ফেস জাপান এই অভাবটি পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাবে। তিনি বলেন, চুলের ফ্যাশন একজন মানুষের ব্যক্তিত্ব তুলে ধরে, প্রকাশ করে তার ভেতরে লালিত রুচিকে। ফলে দিন দিন বিশ্বব্যাপী হেয়ার স্টাইলিং ও ত্বকের যতেœর গুরুত্ব বাড়ছে। সেই সাথে আমাদের জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস এবং আবহাওয়াগত কারণে চুল পড়া, ক্ষয়ে যাওয়া, অকালপক্কতা ও ত্বকের সমস্যাসহা নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ফলে হেয়ার স্টাইলিং এবং ত্বকের যতেœর পাশাপাশি চুল ও ত্বকের স্বাস্থ্যগত পরিচর্যার বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে। বিশ্বায়নের এ যুগে ইউরোপ-আমেরিকার ফ্যাশন সম্পর্কে অনায়াসে বাংলাদেশের মানুষ জানতে পারছে, তবে সার্ভিসটা কীভাবে পাবেন? এরকম চিন্তা থেকেই আমরা এই সেলুন চালু করেছি। বিউটি ফেস জাপানের অন্যতম সত্ত¡াধিকারী সাকুরা সুমি বলেন, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চুল ও ত্বক নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনে থাকি। এটি এখন শুধু স্টাইলের বিষয় নয়, স্বাস্থ্যগত ব্যাপারও। এজন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। বিউটি ফেস জাপানের এক্সপার্টরা প্রত্যেকেই জাপানের বিভিন্ন একাডেমি এবং জাপানি প্রশিক্ষক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে এখান থেকে মানুষ নির্ভরযোগ্য সেবাটি পাবে। আমার সম্পূর্ণ জাপানি কসমেটিকস দিয়ে ক্লায়েন্টের সেবা দিয়ে থাকি। এছাড়া ব্রাইডাল মেকওভার, কমপ্লিট হেয়ার সলিউশন, ফেসিয়াল, হেয়ার একটেনশন, জেল নেইল, আই ল্যাশ এক্সটেনশন, জাপানিজ স্পা, জাপানিজ ম্যাসাজ, সাওনা, স্কিন কেয়ার, দাঁত সাদা করা, ফ্লিমিং সেন্টার, বডি শেপিং, পেডিকিউর, মেনিকিউর সেবা দেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।