বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা জেলা প্রশাসনের পহেলা বৈশাখের উৎসবে এ বারে ইলিশ মাছের আয়োজন থাকছে না। এ সময়টায় ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় জাতীয় স্বার্থে অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানকেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে ইলিশ মাছ না রাখার আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তৃতায় এ আহ্বান জানান জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভায় সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে বর্ষা মৌসুমের আগেই ভগ্ন ও চলাচল অনুপযোগী রাস্তাগুলো সংস্কার করা এবং পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে অংশ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধীনে আছে তা খুলনা পানি উন্নয়ন বোর্ডের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। জেলায় এক লাখ ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণের পরিকল্পনা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।