Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের দাবিতে রহনপুরে সাবেক এমপির সাংবাদিক সম্মেলন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রাজশাহী-রহনপুর রুটে সকাল ও রাতে ট্রেন সার্ভিসসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। রোবরার সকালে রহনপুর বাজার বেগম কাচারীস্থ তার কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিসেস হালিমা বেগম ও রয়েল বিশ্বাস এবং রহনপুর পৌর কাউন্সিলর মোজাহার হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার নির্বাচনী এলাকা (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁর নিয়ামতপুর ও পোরশা উপজেলার জনসাধারণ উত্তরাঞ্চলের প্রাচীন রেলস্টেশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে রেলযোগে যাতয়াত করে থাকে। এছাড়া সীমান্তবর্তী এ রেল স্টেশন দিয়ে ভারত ও নেপালের সাথে পণ্য পরিবহন বর্তমানে চালু রয়েছে। যা থেকে রেল ও কাস্টমস লক্ষ্যমাত্রার বহুগুণ বেশি রাজস্ব আয় করছে। এ ছাড়া রেলওয়ে যাত্রীপরিবহন করেও আশানুরূপ আয় করছে। কিন্তু বিভাগীয় শহর রাজশাহী থেকে সকালে ও রাতে রহনপুর আসার সরাসরি কোন ট্রেন নেই। এ জন্য এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ