বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : পর পর ৩ দিন পুলিশ নিয়ে সরেজমিনে তদন্ত করার ৮ মাস পরও তদন্ত রিপোর্ট জমা দিচ্ছেন না উপজেল জেলা প্রকৌশলী আনিছুল হক মন্ডল। যার ফলে সরকারি অর্থ আত্মসাতের একটি ঘটনায় দাখিলকৃত দুর্নীতির অভিযোগ ধামাচাপা পড়ে যাচ্ছে। অভিযোগকারী বার বার তদন্ত রিপোর্টের ব্যাপারে প্রকৌশলী আনিছুল হক মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি দেব-দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন। তার এই কাল ক্ষেপণের ঘটনা নিয়ে অনেক কথা ডালপালা মেলতে শুরু করেছে। বাদী ও স্বাক্ষীরা ঘটনাটি রহস্যজনক ও হয়রানিমূলক বলে আখ্যায়িত করেছে এবং এলাকার জনগণ বলছে ভিন্ন কথা। তারা বলছে এই প্রকল্প বাস্তবায়নের সাথে উপজেলা প্রকৌশলী আনিছুল হক মন্ডল জড়িত রয়েছেন। এ ক্ষেত্রে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই এই দুর্নীতির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করবেন। পার্সেন্টেজ ছাড়া যেখানে কোনো প্রকল্প বাস্তবায়িত হয় না সে খানে অভিযুক্ত প্রকল্পগুলো বাস্তবায়নে এর ব্যতিক্রম হতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।