Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ হামলা বাড়ী ঘর ভাঙচুর

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : আমি আ’লীগের সভাপতি ইচ্ছে করলে এখনি ওদের থানায় দিতে পারি। কিন্তু ওদের থানায় দিব না। আমি নিজহাতে ওদের বিচার করব। গতকাল শনিবার বিকেলে সাংবাদিকদের সাথে দম্ভোক্তিকরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মোতালিব এসব কথা বলেন।
ওই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধর ও বসত বাড়ীতে হামলার অভিযোগ করেছে ফেরদৌসী বেগম নামে এক নারী। জমি নিয়ে বিরোধ চলা দুই দিন ধরে এ ঘটনার দ্বিতীয় দিন গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিয়ে থানায় একটি এজহার দাখিল করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সরেজমিন পরিদর্শন ও এজহার সূত্রে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের বারইগ্রামের আবুল মুনসুরের পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে প্রতিবেশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: মোতালিবের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে নারীদের শ্লীলতাহানী, মারধর ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরদিন শনিবার সকাল পর্যন্ত সংঘর্ষের ঘটনা অব্যাহত থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধপূর্ণ বাঁশঝাড় থেকে আ. মোতালিব কিছু বাঁশ বিক্রয় করে দিলে সংশ্লিষ্ট ক্রেতা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে আবুল মুনসুর বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে আ. মোতালিব ও তার ছেলেরা আবুল মুসুরের বসত ঘরে হামলা চালায়। এ সময় ঘরে থাকা আবুল মুনসুরের স্ত্রী ফেরদৌসী বেগমের শ্লীলতাহানি করে ও ছেলে-মেয়েদের মারধর করে। ঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ