Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ

মোটরসাইকেলসহ গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের কাজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষ আরেক পক্ষের ২৫টি মোটরসাইকেলসহ দুটি প্রাইভেট ভাংঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, জিন্দা, টেকদাসেরদিয়া, কালনি, বড় আমদিয়া মৌজা এলাকায় মেরিন সিটি নামের একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। ওই প্রতিষ্ঠানের বালু ভরাট, রাস্তা নির্মাণসহ উন্নয়ন কাজ পায় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারসহ তার লোকজন। ওই উন্নয়ন কাজের দাবি করেন জিন্দা এলাকার সাবেক মেম্বার বিল্লাল হোসেন ও তার লোকজনও। আর এ কাজের আধিপত্য নিয়ে বেশ কয়েক দিন ধরেই দুই পক্ষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল রোববার সকালে প্রতিষ্ঠানে বালু ভরাটসহ উন্নয়ন কাজ করতে গেলে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের লোকজনের উপর ক্ষিপ্ত হয় বিল্লাল হোসেনসহ তার লোকজন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে মিমাংশার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের উপস্থিতিতেই বিল্লাল হোসেনসহ তার লোকজন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা ২৫টি মটরসাইকেল ও দুটি প্রাইভেটকার ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কার করছেন এলাকাবাসী।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার জানান, আমরা নিয়মানুযায়ী ওই প্রতিষ্ঠান থেকে উন্নয়ন কাজ পেয়ে কাজ করতে গেলে সন্ত্রাসীরা বাঁধা দেন এবং হামলার ঘটনা ঘটায়। যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। অপর দিকে, সাবেক মেম্বার বিল্লাল হোসেন বলেন, বিগত সময় গুলোতে আমরা কাজ করেছি। এখন জোরপূর্বক কাজ করতে যাচ্ছে তারা। মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক জহির জানান, আমরা এখন সম্পূর্ণ উন্নয়ন কাজ বন্ধ রেখেছি। উভয় পক্ষের সমাধান হওয়া না পর্যন্ত কোন কাজ করাবো না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষ ঝামেলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেলসহ গাড়ি ভাঙচুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ