বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা। তেল গ্যাস দ্রব্যমূলের অসনীয় মূল্যবৃদ্ধি এবং ভোলায় বিএনপি'র দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন অ্যাডভোকেট আহমেদ আজম খান । সরকারি মুজিব কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিনি বাসাইলের উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে সখিপুর ঐতিহ্যবাহী তালতলা চত্বরে তার গাড়িকে লক্ষ্য করে পুলিশের উপস্থিতিতে সুপরিকল্পিতভাবে বৃষ্টির মত চেয়ার ছুড়ে মারেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এতে তার গাড়ি সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে তিনি অক্ষত অবস্থায় পুলিশের সহযোগিতায় চলে যেতে পেরেছেন বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। এ বিষয়ে এডভোকেট আহমেদ আদম খান বলেন ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা সুপরিকল্পিতভাবে আমার গাড়ির উপর আক্রমণ করে।তবে আমি পুলিশের সহযোগিতায় অক্ষত অবস্থায় স্থান ত্যাগ করতে পেরেছি কিন্তু আমার গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গেছে এবং প্রায় ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক সখিপুর উপজেলা, পৌর বিএনপি ও রঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সখিপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তালতলাচত্বরে আযম খানের গাড়ি পৌঁছলে গাড়ির সামনে থাকা তিনটি মোটরসাইকেল আরোহীরা খালেদা জিয়ার নামে শ্লোগান দিলে যেহেতু এখানে একটি অনুষ্ঠান চলছিল তাই একটি অপ্রীতিকর ঘটনা ঘটতেছিল পরে পুলিশ ধাওয়া করায় তারা সরে গিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।