বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ওসমানীনগরে ভূমি কর্মকর্তার সহযোগিতায় জমির সীমানা প্রাচীর ভাঙচুর করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান। গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি)
সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই
অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উমরপুর গ্রামের লুৎফুর রহমান অভিযোগ
করেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার প্রতিবেশি সিরাজ মিয়া
গংরা দীর্ঘদিন ধরে আমাদের মৌরসি সম্পত্তি প্রায় ০.১৪ একর আউশ জমি দখলের
পায়তারা করে আসছে। গত ৮ ডিসেম্বর আমি দেশে এলে তাদের অপতৎপরতা আরও
বৃদ্ধি পায়। গত ৬ ফেব্রুয়ারি ২০২৩, সকাল ১১ টার দিকে আমি জরুরী কাজে
বাড়ি থেকে সিলেট শহরের আদালতে গেলে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা
সহকারি কমিশনারের (ভূমি) উপস্থিতিতে আমার নিজ ভূমিতে নির্মিত দেয়াল
ভেঙে আমাদের মালিকানাধীন জমি দখলের পায়তারা চালায়। আমার বাড়ির কেয়ার
টেকার বিষয়টি মুঠোফোনে জানালে বিষয়টি আমার আত্মীয়-স্বজনসহ
এলাকার গণ্যমান্য লোকজনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে এ বিষয়ে
সিলেটের আদালতে একটি মামলা দায়ের করি।
তিনি অভিযোগ করেন, ঘটনার দিন রাতে উপজেলা সহকারি কমিশনারের
(ভূমি) সাথে সাক্ষাত করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, উপজেলা
নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজটি করেছেন বলে জানিয়েছেন তিনি।
এমনকি কোন ধরণের নোটিশ ছাড়া সীমানা প্রাচীর ভাঙার বিধান আছে কি
না জানতে চাইলে এব্যাপারে নোটিশের প্রয়োজন হয় না বলেও জানান তিনি।
জন্ম মাটির টানে প্রবাস থেকে কিছুদিনের জন্য দেশে এসে এমন
পরিস্থিতি সম্মুখিন হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন উল্লেখ করে তিনি বলেন,
প্রশাসন যদি এভাবে পক্ষপাতিত্ব করে তবে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে
থাকবে। কোন ধরণের অনৈতিক সুবিধা দিয়ে প্রতিপক্ষ প্রশাসনকে ম্যানেজ
করেছে বলে ধারণা করছেন বলে অভিযোগ করেন তিনি। । প্রবাসীদের সাথে
এভাবে আচরণ করা হলে প্রবাসীরা দেশবিমুখ হওয়াসহ রেমিট্যান্সও কমার আশঙ্কা
ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন লুৎফুর রহমান। এসময় তার সাথে
ছিলেন, আশরাফ আলী দিপু।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারি ভূমি থাকায় ইউএনওর নির্দেশে ভূমি উদ্ধার করা হয়েছে।
একাধিকবার ইউএনও লুৎফুর রহমানকে তলব করলে তিনি উপস্থিত হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।