Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

আজীবন বহিষ্কৃত হাসিব

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের অনুমতি না নিয়ে বিদেশে খেলে আসায় বহিষ্কৃত হলেন হাসিব মোহাম্মদ হলি। গেল জানুয়ারিতে ফেডারেশনের বিনা অনুমতিতে সিঙ্গাপুরের একটি টুর্নামেন্টে খেলে পদক জিতেছিলেন এই শরীরগঠনবিদ। তবে ওই টুর্নামেন্টটি আয়োজনে আন্তর্জাতিক ফেডারেশন অব বডিবিল্ডিংয়ের (আইএফবিবি) অনুমোদন ছিলো। তাই এমন প্রতিযোগিতায় অংশ নেয়াটা শৃঙ্খলা ভঙ্গ বলে মনে করে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন। তাই তারা হাসিবকে আজীবন বহিষ্কার করেছে। গতকাল বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে (সূত্র নং-বিএবিবিএফ/প্রেস বিজ্ঞপ্তি/২০১৭/৫২৬) জানানো হয়, ‘আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন এবং স্বীকৃত আন্তর্জাতিক শরীরগঠন কর্তৃপক্ষসহ ক্রীড়ার সকল কর্তৃপক্ষের নিয়মনীতি ও আইন ভঙ্গ করে বাংলাদেশের শরীরগঠনবিদ হাসিব মোহাম্মদ হলি সিঙ্গাপুরের একটি ঘরোয়া শরীরগঠন প্রতিযোগিতায় (আইএফবিবি অনুমোদনহীন শরীরগঠন প্রতিযোগিতা) অংশ নেন। সেখানে থেকে দেশে ফিরে মিডিয়ায় সংবাদ পরিবেশন করায়। এমনকি ভবিষ্যতেও এধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করাসহ অন্য বডিবিল্ডারদের এধরনের অবৈধ কার্যক্রমে উদ্বোধ্যকরণ কার্যক্রম অব্যাহত রেখে চলেছেন। তাই দেশের ক্রীড়াক্ষেত্রের আইন ও নীতি লঙ্ঘনকারী উক্ত শরীরগঠনবিদ হাসিব মোহাম্মদ হলিকে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভায় স্বীকৃত আন্তর্জাতিক শরীরগঠন কর্তৃপক্ষ আইএফবিবি ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’ এ প্রসঙ্গে শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘হাসিবের এমন কর্মকান্ড শৃঙ্খলাবিরোধী। তাছাড়া আইএফবিবি’র অনুমোদনহীন এমন টুর্নামেন্টে তার অংশগ্রহণ আমাদের ভাবমর্যাদাকেও ক্ষুণœ করেছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজীবন

১০ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ