Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালকের আজীবন সম্মাননা পদক লাভ

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৫ম জাতীয় নিম সম্মেলন ও ৩য় হার্বাল ওয়ার্ল্ড এক্সপো ২০১৬ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ইউনানী চিকিৎসা পদ্ধতি ও শিক্ষা প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্রিগ্রেটড হার্বাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ওঈওঐজউ) কর্তৃক আজীবন সম্মাননা পদকে ভূষিত হন। রেলপথমন্ত্রী ও ইউনানী-আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান মুজিবুল হক এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন। নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, আব্দুল হাকীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, আয়ুর্বেদীয় ফার্মেসির চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সী এবং ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার একেএম হারুনার রশিদ প্রমুখ। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালকের আজীবন সম্মাননা পদক লাভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ