নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ল্যাবএইড জাতীয় ক্লাব কাপ সার্ফিং প্রতিযোগিতায় যৌথভাবে সেরার খেতাব জিতেছে ওয়েব ফাইটার সার্ফিং ক্লাব এবং সার্ফার ক্লাব। রানার আপ হয়েছে গার্লস এন্ড বয়েজ সার্ফিং কøাব। এছাড়া সিনিয়র পুরুষ বিভাগে নাসির, কামাল ও কামরুল, জুনিয়রে মান্নান, সেলিম ও ইউনুস, বিগেইনারে সিরাজ হোসেন, রিয়াজ ও ফারুক এবং মহিলা বিভাগে পুরস্কার জিতেছেন ফাতিমা, তাসনুর ও তাসমিন। গতকাল কক্সবাজারের লাবনী পয়েন্টে দু’দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারকে আধুনিক ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এ সময় পৃষ্ঠপোষক কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম এবং বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার চারটি ইভেন্টে দশটি ক্লাবের ১৩০ জন সার্ফার অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।