গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : ‘সরকারের ব্যর্থতায় জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে’ বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে সিলেটে ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ : নাগরিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এমন অভিযোগ করেন দলটির নেতারা। সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
‘বিএনপির সাথে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে’ বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের বিষয়ে সেমিনারে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিএনপির সাথে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। সরকারের ব্যর্থতায় জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে।’ প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাস হলে তা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে বলে সেমিনারে উল্লেখ করেন ইনাম আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘এ আইন পাস হলে প্রবাসী বাংলাদেশীরা তাদের নাগরিক অধিকার হারাবে। রেমিটেন্সের উপরও বড় প্রভাব পড়বে।’ সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার নতজানু হয়ে ভারতকে তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চাইছে। ভারত অতীতে কোনো চুক্তির শর্তই পালন করেনি।’ ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘অবিলম্বে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশ করতে হবে।’
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।