Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সরকারি মেডিকেলে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পদ সৃষ্টির দাবি

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য বিভিন্ন পর্যায়ের পদ সৃষ্টির দাবি জানানো হয়েছে। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান। বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান প্রধান অতিথি থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ সোসাইটি ফর প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন-এর সভাপতি প্রফেসর এমএফএইচ নাজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। বক্তব্য রাখেন বাংলাদেশ প্যাডিয়াট্রিক এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ সহিদুল্লা। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এএসএম বজলুল করিম এবং বিএসএমএমইউ’র শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। সম্মেলনে ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক শিশু বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, আন্তর্জাতিক শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি কনফারেন্স ২০১৭ বাংলাদেশের শিশু বিষয়ক চিকিৎসকদের জন্য শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের সর্বশেষ অগ্রগতি, নতুন নতুন তথ্যসমূহ জানতে সহায়তার পাশাপাশি পারস্পরিক ধারণা ও জ্ঞানের আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য আরো পদ সৃষ্টির জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার পাশাপাশি সরকারী মেডিক্যাল কলেজগুলোতেও এক্ষেত্রে যথাসাধ্য সহায়তা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবি

১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ