Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন কোম্পানির কাছে ৩০০ বিলিয়ন ডলার দাবি মালাউয়ি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

আফ্রিকার দক্ষিণ-পূর্বঞ্চলীয় মালাউয়ি নির্ধারিত ট্যাক্স পরিশোধ না করে দেশটি থেকে খনিজ উত্তোলন এবং যুক্তরাষ্ট্রে রফতানি করায় মার্কিন কোম্পানি কলম্বিয়া জেম হাউসের কাছে তিন শ’ বিলিয়ন ডলারের বেশি অর্থ দাবি করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল শুক্রবার এ কথা জানিয়েছেন। মালাউয়ি’র অ্যাটর্নি জেনারেল থাবো চাকাকা নাইরেন্ডা ২৬ জুলাইয়ের এক চিঠিতে কলম্বিয়া জেম হাউসের কাছে ফার্মটিকে ২০০৮ সাল থেকে মালাউয়ের এনচেউতে চিমওয়াদজুলো খনি থেকে উত্তোলিত রুবি এবং নীলকান্তমণির বিক্রির উপর শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ করেন। শুক্রবার এএফপির সাথে সাক্ষাৎকারে নাইরেন্ডা অর্থ দাবি করে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে নাইরেন্ডা অভিযোগ করেছেন, কলম্বিয়া জেম হাউসের সহযোগী প্রতিষ্ঠান নিয়ালা মাইনস লিমিটেড তাদের মালাউয়ি অপারেশন থেকে ২৪ বিলিয়ন ডলারের রাজস্বের বিপরীতে মাত্র ছয় শ’ ডলার কর দিয়েছে। তিনি চিঠিতে মালাউয়ি সরকারকে ৩০৯,৬০০,০০০,০০০ কেটি ডলার পরিশোধের জন্য কোম্পানির কাছে দাবি জানান। চিঠিতে বলা হয়েছে, ‘নিয়ালা মাইনস লিমিটেড এবং কলম্বিয়া জেম হাউস আইন লঙ্ঘন করেছে, যখন তারা বিনিয়োগ থেকে প্রাপ্ত সমস্ত আয় প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল এবং যখন তারা বাণিজ্যের ভুল মূল্য নির্ধারণ এবং অনুপযুক্ত স্থানান্তর মূল্যের কৌশলগুলিতে জড়িত ছিল।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন কোম্পানির কাছে ৩০০ বিলিয়ন ডলার দাবি মালাউয়ি’র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ