Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিরুদ্ধে প্রতিপক্ষের ঘরে আগুন দেয়ার অভিযোগ

শ্যামনগরে দুই মেম্বারের

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে পানি নিষ্কাশনের ড্রেন সংক্রান্ত বিরোধের জের ধরে আগুন দিয়ে প্রতিপক্ষের ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন চারজন। গতকাল (শুক্রবার) বিকাল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনাখালী গ্রামের ভরত চন্দ্র মন্ডল, তার পুত্রবধূ লতিকা মন্ডল, কনিকা মন্ডল ও অঞ্জলি মন্ডল।
স্থানীয়রা জানায়, ভরত চন্দ্র মন্ডল সকালে তার মালিকানাধীন পানি নিষ্কাশনের একটি ড্রেন বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রমজাননগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পতিত পাবন ও ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে ভরত চন্দ্রের একটি ঘরে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ভরত চন্দ্র মন্ডল, তার পুত্রবধূ লতিকা মন্ডল, কনিকা মন্ডল ও অঞ্জলি মন্ডলকে পিটিয়ে জখম করে তারা।
এদের মধ্যে ভরত চন্দ্র মন্ডল, তার পুত্রবধূ লতিকা মন্ডল ও অঞ্জলি মন্ডলকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ