Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারহাট্টায় ওলামা লীগ সভাপতিকে গণধোলাই

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : পল্লী বিদ্যুত এনে দেয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারিত গ্রাহকরা বুধবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের চিহ্নিত দালাল ওলামা লীগ সভাপতি আবুল হাসেম লাদেনকে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের সাহ্তা বাজারসংলগ্ন মাঠে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা ওলামা লীগের সভাপতি আবুল হাসেম লাদেন গত বছর পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের সাবানিয়াকান্দা গ্রামের রফিক, ফজলু, মিজান, বজলু, সালামসহ ১২৩ জন গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করে। সম্প্রতি ওই গ্রামে পল্লী বিদ্যুত সমিতির মাস্টার প্ল্যান ও সরকারি বরাদ্দ অনুযায়ী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়। লাদেনের কাছে যারা টাকা দিয়েছিল তারা কেউ বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় প্রতারণার বিষয়টি সামনে চলে আসে। এতে প্রতারিত গ্রাহকরা প্রচন্ড ক্ষুব্ধ হয়। তারা দালাল আবুল হাসেম লাদেনকে গতকাল বুধবার সন্ধ্যায় সাহতা বাজার থেকে ধরে বাজারসংলগ্ন মাঠে এনে গণধোলাই দেয়। পরে স্থানীয় মাতব্বরগণ সালিশ দরবারে বসেন। দরবারে লাদেন ১২৩ জনের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ এনে দেয়ার নামে টাকা নেয়ার কথা স্বীকার করে প্রত্যেককে ১ হাজার টাকা করে ফেরত দেয়ার অঙ্গীকার করে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ জানান। পরে গ্রাম্য মাতব্বররা মঞ্জু, স্বপন, শফিক, বজলু, কালাম, মঞ্জুর জিম্মায় দালাল লাদেনকে ছেড়ে দেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৮ জুন, ২০১৯, ১০:১৭ এএম says : 0
    শুধু গণধোলাই আর গণধোলাই। কি যে কান্ড।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধোলাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ