Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় বিকাশের টাকা ছিনতাইয়ের চেষ্টা, তিন জনকে গণধোলাই

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৫:৫৪ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় বিকাশের ৪০লাখ টাকা ছিনতাই করার সময় চক্রের তিন সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ তাদের হেফাজত থেকে দুটি খেলনা পিস্তল, দুটি চাপাতি ও তাদের ব্যবহৃত নম্বর বিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে।
বুধবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকার সাদেক ভূঁইয়ার মার্কেট থেকে তাদের আহত অবস্থায় আটক করে পুলিশ।
প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ, গণধোলাইর পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানায়, ভাদাইল এলাকার সাদের ভুঁইয়ার মার্কেটের রাজ্জাকের বিকাশের দোকানের সামনে বিকাশের একজন বিক্রয় প্রতিনিধির উপর হামলা করে তার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। তখন ওই বিক্রয় প্রতিনিধির চিৎকারে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
বিকাশের আশুলিয়ার জোনের সিনিয়র কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বিকাশের সেলস অফিসার রাসেল আহমেদ বিভিন্ন এজেন্ট থেকে টাকা সংগ্রহ করে আমাদের আনসার সদস্যের কাছে দেয়ার জন্য অপেক্ষা করছিলো। এসময় ছিনতাইকারীরা হামলা চালায় টাকা ছিনতাইয়ের জন্য। তাদের হামলায় রাসেলের হাতের আঙ্গুল কেটে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি।
এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েদ বলেন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল, ২টি খেলনা পিস্তল ও ২ টি চাপাতি জব্দ করা হয়েছে। তিনি বলেন, আহত অবস্থায় ছিনতাইকারীদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধোলাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ