বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের দু’সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার গ্রামের পঞ্চুর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া ডাকাত দলের দু’সদস্য হলেন, ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৭) ও একই এলাকার ছত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩০)।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, রোববার বিকেল থেকে গুটুদিয়া গ্রামের পঞ্চুর মোড়ে অপরিচিত লোকের আনাগোনা দেখে ওই এলাকার মানুষের সন্দেহ হয়। রাতে তাদের সংখ্যা আরও বাড়তে থাকে। এসময়ে তারা অস্ত্র সস্ত্রে সজ্জিত হতে থাকে। ওই এলাকার মানুষ একত্রিত হয়ে প্রথমে তাদের ধাওয়া দেয়। এসময় সকলে পালিয়ে গেলেও জনগণ জিহাদুল বিশ্বাস ও শামীম বিশ্বাস নামের দু’জনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার, এক রাউন্ড তাজা গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে ডুমুরিয়া থানার পুলিশকে খবর দিলে তাদের থানায় নেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। রাতে পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করে। তিনি আরও বলেন, এদের মধ্যে একজন হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।