Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ৩

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ ৩ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত বুধবার দিবাগত আটককৃতরা হলেন উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল মতলিবের পুত্র জাহির মিয়া, পুরানগাঁও গ্রামের শাহজান মিয়ার পুত্র শহিদ মিয়া এবং গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তোফায়েল মিয়া। এছাড়াও একই ঘটনার সাথে জড়িত কুঞ্জবন গ্রামের মেরাজ মিয়া পুত্র তুহিন মিয়া পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের ফিরোজ আলী বাদী হয়ে তাঁর মেয়ে সপ্তম শ্রেণীর (মাকসুদা আক্তার) ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে আটককৃত ৩জনসহ ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ জানায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীমঙ্গল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ