নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : ১৯২/১ স্কোর থেকে ২১৪/৫ এ থেমেছে বাংলাদেশ দ্বিতীয় দিনে। মাত্র ৭ বলে ৬ রানে চার চার জন ব্যাটসম্যানের বিদায় দ্বিতীয় দিনের শেষ বিকেলে শ্রীলংকার মুখে ফুটিয়েছে হাসি। সংবাদ সম্মেলনে এসে তাই সেঞ্চুরিয়ান চান্দিমালকে দেখিয়েছে অনেক বেশি প্রাণবন্ত, চেনা-জানা লংকান মিডিয়ার সঙ্গে কুশল বিনিয়মেও সে কি হাসি-খুশি চান্দিমাল। চান্দিমাল নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন ‘শেষ আধ ঘণ্টা বাদ দিলে তারা সত্যিই দারুণ ব্যাট করেছে। আমরা শেষ দিকে এসে চেষ্টা করেছি এক-দু’টি উইকেটের জন্য। কিন্তু হঠাৎ করেই আমরা শেষ আধ ঘণ্টায় ৪টি উইকেট পেয়ে গেছি। আমাদের বোলাররা শেষ সেশনে দারুণ বল করেছে।’
পি সারা ওভালে আজ রাজত্ব করবে স্পিনাররা, এমন আভাসই দিয়েছেন চান্দিমাল ‘কালকের (গত পরশু) চেয়ে পিচ আজ অনেক ভালো ছিল। বাংলাদেশ ক্রিকেটাররা অনেক বেশি বেশি শটস খেলেছে, এটাই পার্থক্য। এখনো পিচ শুকনো দেখাচ্ছে। আশা করছি আগামীকাল (আজ) উইকেটে টার্ন ধরবে।’
তবে গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা শটস খেলার প্রবণতার কারণেই পেয়েছে রান, সেই মূল্যায়ন এই লংকান মিডল অর্ডারের ‘এই পিচে খেলা কঠিন। ব্যাটসম্যানকে অবশ্যই স্ট্রাইক রোটেড করতে হবে এখানে। তা সম্ভব হলে এই পিচ থেকে প্রচুর রান আসবে। বাংলাদেশ ক্রিকেটাররা শটস খেলতে চেয়েছে, তাই তারা ২০০ পেরুতে পেরেছে। কিন্তু আমাদের বোলাররা ঠিক জায়গায় বল করেছে দিনের শেষ বল পর্যন্ত। আগামীকাল সকালে এবং বিকেলে এই উইকেটে অনেক টার্ন পাওয়া যাবে বলে মনে হচ্ছে।’
দ্বিতীয় দিনের খেলা শেষেই জয়ের অংক কষতে শুরু করেছে শ্রীলংকা। প্রথম ইনিংস লক্ষ্য তাদের ১০০ লিড, বাংলাদেশকে চতুর্থ ইনিংসে অন্তত সাড়ে ৩শ’র চ্যালেঞ্জে ফেলা। সেই পরিকল্পনার কথা জানিয়েছেন চন্দিমাল ‘ এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা সকালে কেমন খেলি সেটাই গুরুত্বপূর্ণ। যদি এই দুই ব্যাটসম্যানের একজনকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারি,তাহলে ১০০ রানের লিডও পেতে পারি। যদি সাড়ে ৩শ’ রানের লিড নিয়ে তাদেরকে শেষ ইনিংসের চ্যালেঞ্জ দিতে পারি, তাহলে আমরা সেখান থেকেই জয়ের চেষ্টা করতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।