Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকাকে ৩শ’র নীচে : বেঁধে ফেলতে চায় বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : গল টেস্টে বাংলাদেশ দলের চেহারার সঙ্গে বড়ই অমিল কলোম্বো টেস্টের বাংলাদেশ! শততম টেস্ট বলে কথা। টসকে ফ্যাক্টর মানছেন ঠিকই, তবে টস ভাগ্যে যা-ই হোক, ম্যাচে অন্য এক বাংলাদেশকে দেখবে বিশ্ব। কথা দিয়েছিলেন মুশফিক। সে কথাই রেখেছে বাংলাদেশ দল শততম টেস্টের প্রথম দিনে।
বাংলাদেশের শততম টেস্টে প্রতিনিধিত্বকারী ক্রিকেটাররা নাকি এদিন বিশেষ মাইলস্টোন টেস্টে পেয়েছেন অন্য এক আমেজ, প্রথম দিনে ২৩৮ রানের মধ্যে শ্রীলংকার ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে রোমাঞ্চিত হবার কথাই শুনিয়েছেন লিটনের ইনজুরিতে শততম টেস্টে সুযোগ পাওয়া সাব্বির রহমান রুম্মান। প্রথম দিনের এমন পারফরমেন্সে শততম টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন সাব্বিরÑ‘আমরা দলের একশতম টেস্টের অংশীদার হতে পেরে গর্বিত। আমরা আমরা এখন ভালো অবস্থানে  আছি। যেভাবেই হোক, এই ম্যাচটা জিততে চাই। কারণ, এই ম্যাচটা জেতা দেশের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
৩০০’র মধ্যে শ্রীলংকাকে বেধে ফেলার টার্গেট বাংলাদেশ দলের। এমন লক্ষ্যের কথাও শুনিয়েছেন সাব্বিরÑ‘কালকে যতো দ্রুত সম্ভব ওদেরকে আউট করতে পারি, সে চেষ্টাই থাকবে। এক ঘণ্টার মধ্যে যদি আউট করতে পারি, তাহলে ৩০০-এর আগে ওদের ইনিংস শেষ হবে।’  দিনের শুরুতে মুস্তাফিজুরের ভয়ঙ্কর ছোবল, পরবর্তীতে অফ স্পিনার মিরাজে শ্রীলংকার ব্যাটিং লাইন আপকে হতভম্ব করায় বিস্ময়ের কিছুই মনে হচ্ছে না  সাব্বিরেরÑ‘আমাদের পরিকল্পনা ছিল রান কম দেয়া। ডট বলের ডেলিভারি বেশি বেশি দেয়া। ওরা দু’জনেই ভালো বোলিং করছে। তাতেই সুযোগ তৈরি করেছি। কারণ, রান কম হলে ওরা চাপে থাকবে। আমরা ভালো জায়গায় বোলিং করেছি। এতে ওরা চাপে পড়েছে।’
শততম টেস্টে ফিল্ডিংও হয়েছে দারুণ। রিভিউ’তে বেশ ক’টি সুযোগ হাতছাড়া হয়েছে। তবে চান্দিমালের রিভিউ আপিলে জয় নিয়ে সন্তুস্ট হতে পারেননি সাব্বিরÑ‘ চান্দিমালের একট আউটে হয়তো আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছে।’ যেভাবে মুশফিক করেছেন স্ট্যাম্পিং, যেভাবে মিরাজ নিয়েছিলেন ওয়ান বাউন্স ক্যাচ, তাতে  শততম টেস্টে ক্রিকেটারদের শরীরি ভাষাও  ছিল লক্ষ্যণীয়।  বিশেষ টেস্ট বলেই সর্বাত্মক চেষ্টার সুফল এমনটা, বলেছেন সাব্বিরÑ‘এই টেস্টটা বিশেষ। তারপরও অন্য টেস্টের মতোই আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি।’
শততম টেস্টে খেলা হচ্ছে না বলে ধরেই নিয়েছিলেন গল টেস্টের একাদশের বাইরে থাকা সাব্বির। বাংলাদেশের শততম টেস্টে সেই সাবিবর কাকতালীয় ভাবে খেলছেন। নিজের কাছেই অবাক লাগছে তাই সাব্বিরেরÑ‘ স্কোর কার্ড
শ্রীলঙ্কা-বাংলাদেশ, ২য় টেস্ট ১ম দিন
পি সারা ওভাল, কলম্বো; টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ইনিংস    রান    বল    ৪    ৬
করুণারতেœ ক মিরাজ ব মুস্তাফিজ    ৭    ৩২    ১    ০
থারাঙ্গা ক সৌম্য ব মিরাজ    ১১    ৪০    ১    ০
কুশল স্ট্যাম্প মুশফিক ব মিরাজ    ৫    ৬    ১    ০
চান্ডিমাল ব্যাটিং    ৮৬    ২১০    ৪    ০
গুণারতেœ এলবি ব শুভাশিষ    ১৩    ৩৯    ১    ০
ধনঞ্জয়া বোল্ড তাইজুল    ৩৪    ৫৪    ৫    ০
ডিকওয়েলা বোল্ড তাসকিন    ৩৪    ৩৭    ৪    ০
পেরেরা ক সৌম্য ব মুস্তাফিজ    ৯    ২০    ০    ১
হেরাথ ব্যাটিং    ১৮    ৬৩    ২    ০
অতিরিক্ত (বা ১, লেবা ১২, ও ৬, নো ২)    ২১
মোট (৭ উইকেট, ৮৩.১ ওভার)    ২৩৮
উইকেট পতন : ১-১৩ (করুণারতেœ), ২-২৪ (কুশল), ৩-৩৫ (থারাঙ্গা), ৪-৭০ (গুণারতেœ), ৫-১৩৬ (ধনঞ্জয়া), ৬-১৮০ (ডিকওয়েলা), ৭-১৯৫ (পেরেরা)।
বোলিং : মুস্তাফিজ ১৫-৫-৩২-২, শুভাশিষ ১৫-২-৪৭-১, মিরাজ ১৫-২-৫৮-২, তাইজুল ১৪-১-৩৪-১, সাকিব ২০.১-৩-৪৩-১, মোসাদ্দেক ৪-০-১১-০।
(প্রথম দিন শেষে) দুঃখজনকভাবে লিটন ইনজুরড হওয়ার কারণেই হয়তো সুযোগ এসেছে। সব সময় প্রস্তুত থাকি। যখন তখন সুযোগ আসতে পারে, এজন্য প্রস্তুত থাকি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ