Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালায় পিঠে এন্টেনাযুক্ত কচ্ছপটি বনবিভাগে হস্তান্তর

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার তালায় উদ্ধার হওয়া ১৫ কেজি ওজনের পিঠে এন্টেনাযুক্ত কচ্ছপটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এটি প্রজনন প্রকল্প কর্মকর্তাদের কাছে দিয়েছেন। সোমবার রাতেই কচ্ছপটি বনবিভাগকে দিয়ে দেন তালা থানা পুলিশ।
বাংলাদেশ এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী মোঃ মাকসুদুর রহমান জানান, সাতবছর আগে কানাডার ডবিøউডবিøউএফ টার্টল সারভাইভাল এলায়েন্স, অস্ট্রেলিয়ার ভিয়েনা জু ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ একটি প্রকল্প শুরু করে। ভাওয়াল জাতীয় উদ্যানের পর সুন্দরবনের করমজলে বাটাশুর বাসকার প্রজননে ইতোমধ্যে সাফল্যও পাওয়া গেছে। তিনি বলেন, মহাবিপন্ন বাটাশুর বাসকা প্রজাতির কচ্ছপ রক্ষায় পরিচালিত প্রকল্পের আওতায় গত ৫ ফেব্রুয়ারি যে দুটি কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে ছেড়ে দেয়া হয়েছিলো এটি তারই একটি কচ্ছপ।
বনবিভাগের বন সংরক্ষক মোঃ জাহিদুল কবীর বলেন, এক সময় সুন্দরবনের বাদাবন এই কচ্ছপ্রে আবাস স্থল ছিলো। কিন্তু ওই এলাকার উন্মুুক্ত প্রকৃতিতে দীর্ঘদিন বাটাশুর বাসকার বিচরণ চোখে পড়েনি। এ প্রজাতির কচ্ছপের জীবনাচরণ ও প্রজনন সম্পর্কে ধারণা পেতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দুটি পুরুষ কচ্ছপ উন্মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়। এবং গত ৫ ফেব্রæয়ারি সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনার আদাচাই এলাকায় শিবসা নদী ক্যাম্প এলাকায় মুক্ত করে দেয়া হয় এই পুরুষ কচ্ছপ দুটি।
খুলনা অঞ্চলের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষক সাজেদুল হাসান জানান, বন থেকে ৬০ কিলোমিটার দূরে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাখিমারা বিল থেকে জনতা এদের একটি কচ্ছপ উদ্ধার করে তালা থানা পুলিশে দেন। পরে সেটি বনবিভাগের দায়িত্বে নিয়ে তা মঙ্গলবার ওই প্রকল্পে ছেড়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালা

২৫ জানুয়ারি, ২০২৩
১৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ