Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সস্তা পণ্যও রাখতে হচ্ছে তালা দিয়ে

নিউইয়র্কে বেড়েছে চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি মুদির দোকানগুলোতে চুরির ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। দোকানিরা, এমনকি টিনজাত গোশত ও টুথপেস্টের মতো সস্তা পণ্যও তালাবন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। কোনো কোনো বিশেষজ্ঞ একে যুক্তরাষ্ট্রের জাতীয় সংকটের ক্ষুদ্র সংস্করণ বলে আখ্যায়িত করছেন। ক্রমবর্ধমান চুরির ঘটনার পাশাপাশি, বন্দুক সহিংসতা ও ঘৃণা-প্রসূত অপরাধ আমেরিকানদের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এনপিআর সম্প্রতি এক রিপোর্টে বলেছে, ওয়াল স্ট্রিটের কর্মীদের অনেকেই সহিংসতার শিকার হবার আশঙ্কায় অফিসে যেতে অনিচ্ছুক। কর্মকর্তারা তাদের এই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করছেন। পরিসংখ্যান বলছে, বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে, যুক্তরাষ্ট্র তাদের একটি। মহামারি ও মুদ্রাস্ফীতির কারণে পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। আমেরিকান রাজনীতিবিদদের শিথিল মহামারী-প্রতিরোধক ব্যবস্থার কারণে দেশটিতে মহামারীতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ১০ লাখ ছাড়িয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার থেকে প্রকাশিত তথ্য অনুসারে, জুলাই মাসে সিপিআই ৮.৫ শতাংশ বেড়েছে। বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রে মানুষ নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। এটি আমেরিকান সরকারের ব্যর্থতা এবং আমেরিকান মানবাধিকারের কলঙ্কস্বরূপ বলে অনেকে মনে করেন। সূত্র : রেডিও চায়না বাংলা।



 

Show all comments
  • jack ali ২০ আগস্ট, ২০২২, ১:২৪ পিএম says : 0
    খুবই ভালো কথা তোমরা যদি আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তাহলে এই চুরি-চামারি এসব কিছুই হবে না তোমরা শান্তিতে থাকতে পারবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সস্তা পণ্যও রাখতে হচ্ছে তালা দিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ