Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্কুল কমিটি আধিপত্য নিয়ে ফেনীতে আ.লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে স্কুল ম্যানেজিং কমিটির আধিপত্য নিয়ে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর ফলে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে প্রতিপক্ষের অভিভাবক সদস্য প্রার্থীরা। জানা গেছে, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কে.এম. হাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী।
স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিধি মোতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুয়াযী অভিভাবক সদস্য পদে ফোরকান চৌধুরী সমর্থিত ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। বিষয়টি জানতে পেরে ফরহাদনগর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু তার লালিত ক্যাডার বাহিনী দিয়ে ফোরকান চৌধুরী সমর্থিতদের উপর হামলা চালায়। পছন্দের প্রার্থীকে সভাপতি বানাতে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। গত সোমবার থেকে হুমকি ধমকি ও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন অভিভাবক সদস্য প্রার্থীরা। প্রতিপক্ষের অভিভাবক সদস্যরা জানায়, ১৩ মার্চ সোমবার ও ১৪ মার্চ মঙ্গলবার হামলার পাশাপাশি হুমকি ধমকি অব্যাহত রেখেছে টিপু বাহিনী। টিপুর প্রত্যক্ষ মদদে এ হামলার ঘটনা বলে এলাকাবাসীর অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতরা জানান, সোমবার দুপুরে টিপু বাহিনীর আলাউদ্দীন, কাউসার, জিলানী, সজিব, আজাদী, ছোট ফয়সাল, ফরহাদ,ফারুক মাস্টার, চোরা মানিক, নাজিম, ইব্রাহিম,গিয়াসউদ্দীন, কানা জসিম,আবুল কালাম ও মাসুদ প্রতিপক্ষের উপর হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ