Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষকে হক পথে হালাল খেয়ে চলতে হবে-আল্লামা মছিহুদ্দৌলা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : রাউজান উত্তর সর্তা খতমে গাউছিয়া পরিচালনা পরিষদ পূর্ব আস্তানা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ৮ম গাউছুল আজম দস্তগীর সুন্নি কনফারেন্স গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ মছিহুদ্দৌলাহ (ম,জি,আ)। মাওলানা মহিউদ্দিন কাদেরীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন পূর্ব আস্তানা ওরস পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমান। এতে তকরির করেন ছিফাতলী গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির হযরতুলহাজ আল্লামা শফিউল উলম নেজামী, সিলেট নুরে হাবীবে ইলাহী, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী, আল্লামা সেলিম উদ্দিন রেজভী। এতে পীরে তরিকত আল্লামা মছিহুদ্দৌলাহ আরো বলেন, গাউছে পাক আবদুুল কাদের জিলানী (রা:) বেলায়তী ক্ষমতা সারাবিশ্বে বিরাজমান। গাউছেপাকের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। নিয়মিত নামাজ পড়তে হবে, হক পথে হালালভাবে চলতে হবে এবং মানবসেবা, চিকিৎসাসেবাসহ ভালো কাজে নিজেকে প্রতিনিয়ত সম্পৃক্ত রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ