প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব-এর অন্যতম প্রযোজক আব্দুল আজিজের সাথে মেহের আফরোজ শাওনের সেলফি তোলা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। গত রোববার এ অভিনেত্রী-নির্মাতার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে শেয়ার করেন আব্দুল আজিজ। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়। পরে আজিজ ছবিটি সরিয়ে নেন। ব্রিবত শাওন ফেসবুকে জানান, ওইদিন সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। একই আয়োজনে মিডিয়ার অনেকের পাশাপাশি হাজির ছিলেন আব্দুল আজিজও। এক ফাঁকে শাওনের সঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ জানান আব্দুল আজিজ। শাওনও হাসিমুখেই সেলফি তোলার সম্মতি দেন। এর কয়েক মিনিটের মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল আব্দুল আজিজ ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, আমরা আমরাই। ছবিটি ভাইরাল হয়ে যায়। নানা মন্তব্যের ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারো কারো মতে, ডুব বিতর্কের অবসান হয়েছে। কেউ কেউ এক বলেন, ডুব নিয়ে এতদিনের বিতর্ক পুরোটাই ছিল প্রচারণার কৌশল। এই নিয়ে বিব্রত শাওন রোববার রাতে দীর্ঘ স্ট্যাটাস দেন। এরপর আব্দুল আজিজ সেলফিটি সরিয়ে নেন। উল্লেখ্য, হূমায়ুন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ডুব, এমন বিতর্ক বেশ কয়েক মাস ধরে চলচ্চিত্রাঙ্গণ সরব রয়েছে। শাওনের আপত্তির কারণে ফেব্রæয়ারিতে সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল করে সেন্সর বোর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।