Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চমে শেষ বাংলাদেশ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ১৩ মার্চ, ২০১৭

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের শিরোপা জিতেছে মালয়েশিয়া। অন্যদিকে, পঞ্চম স্থান পেয়েই আসর শেষ করল বাংলাদেশ। গতকাল সকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সাডেন ডেথে ৪-৩ গোলে ঘানাকে হারিয়ে পঞ্চম স্থান পায়। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। পাঁচটি শুটআউটে বাংলাদেশের কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক ও রাসেল মাহমুদ জিমি গোল করলে ৩-৩ সমতায় শেষ হয় এই পর্ব। তবে সাডে ডেথে কৃষ্ণ কুমারের গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও এ পর্বে ব্যর্থ হন মামুনুর রহমান চয়ন ও রোমান সরকার।
এদিকে একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকায় শুটআউটে ফলাফল নির্ধারণ হয়। যদিও ম্যাচে মালয়েশিয়া প্রথমে ২-০ গোলে পিছিয়ে ছিল। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে এগিয়ে যায় চীন। ১৫ মিনিটে চীনের ডু তালাকের হিট আছড়ে পড়ে বোর্ডে (১-০)। ২২ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করেন চীনের আও ইয়াং। তিনি আড়াআড়ি বল পাস দেন সু জুনকে। সতীর্থের পাসে আলতো পুশে বল পোস্টে ঠেলে দেন জুন (২-০)। দুই মিনিট পর জাজলান নাজমি পেনাল্টি স্ট্রোক মিস করলে হতাশা ভর করে মালয়েশিয়ান শিবিরে। নাজমির পুশ চীনা গোলরক্ষক চেঙ মিঙ প্যাড দিয়ে ঠেকিয়ে দেন। দুই কোয়ার্টারে মোট আটটি পিসি ও একটি পেনাল্টি স্ট্রোক পেয়েও গোল না পাওয়ায় অনেকটা হতাশই দেখা গেছে মালয়েশিয়ার খেলোয়াড়দের। তাই ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মালয়েশিয়া। তবে ম্যাচের ৪৭ মিনিটে শাহরিল সাবাহের গোলে স্বস্তি ফেরে মালয় খেলোয়াড়দের মাঝে। ১১তম পিসিতে গোল পায় তারা (১-২)। ৫৫ মিনিটে পিসি থেকে গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান জাজলান নাজমি (২-২)। তাই অমিমাংসিতভাবে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। পেনাল্টি শুট আউটে মালয়েশিয়ার পাঁচজন শুটার গোল করলেও চীনের করেন তিনজন। ফলে শেষ হাসি হাসে মালয়েশিয়াই। অন্যদিকে, মিসর ৫-১ ওমানকে হারিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা ৫-৩ গোলে ফিজির বিপক্ষে জয় পেয়ে সপ্তম স্থান লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চীনের ডু তালাকে। হ্যাট্টিকসহ ১৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ঘানার বোতসিও জনি এবং বাংলাদেশের আরশাদ হোসেন পুরস্কার পান সেরা উদীয়মান খেলোয়াড়ের। ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এমপি। এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খাজা রহমতউল্লাহ ও যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ