নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড বোলারদের উপর রীতিমতো স্টিম রোলার চালালেন অলরাউন্ডার মোহাম্মাদ নবী। ক্রিজে ঝড় তুলে ৩০ বলে ৬ চার ও ৯ ছক্কায় করলেন ৮৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় নম্বরে ব্যাটে নেমে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। তার তান্ডবেই আফগানিস্তান পেয়ে যায় ৮ উইকেটে ২৩৩ রানের বিশাল সংগ্রহ। এমন ম্যাচে সম্ভাব্য ফলই হয়েছে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ছেড়ে কথা বলেনি আইরিশরাও। মাত্র ৮ বলে শেষ ৫ উইকেট হারিয়ে তারা ম্যাচ হেরেছে ২৮ রানে। সেই সাথে টি-২০তে টানা জয়ে নিজেদের রেকর্ডটা এগারোতে নিয়ে গেল আফগানরা। যদিও অধিকাংশ জয়ই আইসিসি সহযোগী দেশুগুলোর বিপক্ষে।
২১ বলে ফিফটি পূর্ণ করেন নবী। দেশের হয়ে যা দ্রুততম ফিফটির রেকর্ড। তার ৯টি ছকাও কোনো সহযোগী দেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তোপটা সবচেয়ে বেশি পোহাতে হয়েছে ব্যারি ম্যাকার্থিকে। বেচারা মিডিয়াম পেসারকে ৪ ওভারে গুনতে হয় ৬৯ রান, উইকেট পাননি একটিও। টি-২০তে যা সবচেয়ে ব্যয়বহুল বোলিং রেকর্ড। ৬৮ রানের খরচায় এতদিন লজ্জার রেকর্ডটা ছিল কাইল অ্যাবোটের দখলে। মোহাম্মাদ শেহজাদের ৪৩ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণেই অমন ব্যাটিংয়ের সুযোগ পান নবী। আউট হন ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে।
আউরিশরাও স্টার্লিং (২০ বলে ৪৯) ও থম্পসনের (১৮ বলে ৪৩) ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলে শুরুটা করেছিল দুর্দান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের পাওয়ারপ্লেতে যা সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু হঠাৎ করেই মিডল অর্ডারে ধ্বস, এরপর উইলসনের (৩৪ বলে ৫৯) আবার গতি ফিরে পাওয়া। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৫ রান। দুরূহ কাজটি করতে গিয়ে মাত্র ৮ বলের ব্যবধানে হাতের ৫ উইকেট খুঁইয়ে বসে আয়ারল্যান্ড ৫ উইকেটে ২০১ থেকে মুহূর্তেই ২০৫ রানে অলআউট! নিজের চতুর্থ ওভারে রশিদ খান তুলে নেন তিন উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।