পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হকের নিকট আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন, চট্টগ্রাম মো: আবু হেনা।
মিডল্যান্ড ব্যাংক, সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তার সম্পৃক্ততার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে ক্লাসরুম আধুনিকিকরণ বাবদ এই আর্থিক অনুদান প্রদান করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের সিডিএ এভিনিউ শাখার ম্যানেজার মো: সাইফুল আলম, আগ্রাবাদ শাখার ম্যানেজার খোরশেদ কাদের চৌধুরী, চৌধুরী হাট শাখার ম্যানেজার সৈয়দ মোহাম্মদ ওমর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।