বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার অফিস : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। বেগম খালেদা জিয়ার বিএনপি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপি উন্নয়ন দেখে বেসামাল হয়ে পড়েছে। দেশে বিএনপির কোন অস্থিত্ব নেই, তাদের মেরুদন্ড ভেঙে গেছে। তাই তারা জামাত-শিবিরকে সাথে নিয়ে দেশে আবারো অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। গতকাল চকরিয়া-পেকুয়ার নেতা-কর্মীদের সাথে মতবিনিময়াকালে জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একথা বলেন। মুজিব চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন আর একে অপরের প্রতি কোন কাঁদা ছোঁড়াছুড়ি না করে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। কাল বিকালে জেলা সাবেক সাধারণ সম্পাদক সিআইপি সালাহ উদ্দিন আহমদের উঠানে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, বন ও পরিবেশ সম্পাদক কমর উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ, শফিকুল কাদের শফি, এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, জি এম কাশেম, গিয়াস উদ্দীন, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।