Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে চান সেরা জামান

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৪ সালে সেরা সাতে থাকা ‘ভিট টপ মডেল’ সেরা জামান। সম্প্রতি বান্দরবানে নতুন সিনেমার কাজ করে ঢাকায় ফিরেছেন। সিনেমার নাম ‘রং ঢং’-স্বপ্ন ও শয়তানের গল্প। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আহসান সারোয়ার। এতে সেরা জামানের বিপরীতে আছেন আরমান পারভেজ মুরাদ। সেরা জামান বলেন, চলচ্চিত্র আমার স্বপ্ন। এখানেই প্রতিষ্ঠিত হতে চাই। এ লক্ষ্য নিয়েই কাজ করছি। আশা করছি, আমার লক্ষ্য পূরণে এ সিনেমাটি ভাল ভূমিকা রাখবে। কাজটি বেশ উপভোগ করেছি। পরিচালক আহসান সারোয়ার বলেন, সিনেমায় চরিত্রটি ফুটিয়ে তোলা সেরার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাকে এক সাথে তিনটি রূপে দেখা যাবে। চিত্রনাট্য হাতে পাবার পর থেকেই সব কিছু নিয়েই অনেক সময় নিয়ে স্টাডি করেছেন সেরা এবং চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরইমধ্যে ‘রং ঢং’ এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছরই ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। মুন্সিগঞ্জ, পানাম সিটি, কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ বেশকিছু জায়গায় এর শূটিং হয়েছে। ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউস প্রযোজিত এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, জামিল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, শবনম পারভিন, প্রাণ রায়, শামিম হোসেন, মাখনুন, সোমা ফেরদৌস, আমিন আজাদ প্রমুখ। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন ফুয়াদ নাসের বাবু, শামিম বুলেট, রোমান্স। উল্লেখ্য, সেরা জামান এর আগে ‘৭১ এর নিশান’ ও ‘লাল সবুজের সুর’ নামে দুটি সিনেমায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ