Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জ্বালানি তেলের বাজারে বড় দরপতন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে অপরিশোধিত জ্বালানি তেলের। বুধবার নিউইয়র্কে ৫ দশমিক ৪ শতাংশ ও লন্ডনে ৫ শতাংশ দাম কমেছে পণ্যটির। যুক্তরাষ্ট্রে উত্তোলন ও সরবরাহ বৃদ্ধির তথ্য জ্বালানি তেলের বাজার নিচের দিকে ঠেলে দিয়েছে এদিন। খবর মার্কেটওয়াচ। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) বুধবার ব্যারেলে ২ ডলার ৮৬ সেন্ট দাম কমেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিøউটিআই)। এপ্রিলে সরবরাহ চুক্তিতে ৫ দশমিক ৪ শতাংশ কমে এদিন প্রতি ব্যারেল ডবিøউটিআই বিক্রি হয়েছে ৫০ ডলার ২৮ সেন্টে। অন্যদিকে লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্রেন্ট অয়েলের দাম ব্যারেলে ২ ডলার ৮১ সেন্ট কমেছে। আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে ব্যারেলপ্রতি পণ্যটি লেনদেন হয়েছে ৫৩ ডলার ১১ সেন্টে। বুধবার যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের সরবরাহ, আমদানি ও পরিশোধন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। এসব তথ্যে দেখা গেছে, সর্বশেষ সপ্তাহে (৩ মার্চ শেষ হয়েছে) দেশটি এক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করেছে। পাশাপাশি আমদানিও করেছে রেকর্ড পরিমাণে। এ সম্পর্কে ক্লিপারডাটার জ্বালানি তেল বিশ্লেষক ট্রয় ভিনসেন্ট বলেন, এভাবে উত্তোলন ও সরবরাহ বৃদ্ধির ফলে জ্বালানি তেলের (ডবিøউটিআই) বাজারটি বেশ চাপের মুখে পড়েছে। পণ্যটির পর্যাপ্ত সরবরাহ এর বৈশ্বিক বাজারকে বিক্রয়প্রবণ করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের দৈনিক সরবরাহ ছিল ৮২ লাখ ব্যারেল। সবমিলে বর্তমানে দেশটিতে জ্বালানি তেল সরবরাহ দাঁড়িয়েছে ৫২ কোটি ৮৪ লাখ ব্যারেলে। দেশটিতে পণ্যটির বর্তমান মজুদও নতুন রেকর্ড গড়েছে। ২৪ ফেব্রæয়ারি শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল সরবরাহ কমেছিল। ওই সপ্তাহে পণ্যটির সরবরাহ দৈনিক ১ লাখ ৭২ হাজার ব্যারেল কম হয়েছিল। গড় সরবরাহের পরিমাণ ছিল ১ কোটি ৫৫ লাখ ব্যারেল। ওই সপ্তাহে সরবরাহ হ্রাসের ধাক্কা দেশটি চলতি সপ্তাহে পুষিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সর্বশেষ সপ্তাহে দেশটিতে দৈনিক ৫ লাখ ৬১ হাজার ব্যারেল হারে জ্বালানি তেল সরবরাহ বেড়েছে। সবমিলে সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক ৮২ লাখ ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ ছিল। সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়েছে জ্বালানি তেল উত্তোলন। সর্বশেষ সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫৬ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে। ওই সপ্তাহে তারা দৈনিক ৯০ লাখ ৮৮ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে। ইআইএর তথ্যানুযায়ী, ১৯ ফেব্রæয়ারি শেষ হওয়া সপ্তাহের পর এটিই দেশটিতে সর্বোচ্চ জ্বালানি তেল উত্তোলন। জ্বালানি তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করতে শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ও আরো ১১ দেশ মিলে পৃথক দুই চুক্তির আওতায় দৈনিক প্রায় ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমিয়ে এনেছে। এর প্রভাবে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৫৫ ডলার ছাড়িয়েছিল সম্প্রতি। কিন্তু যুক্তরাষ্ট্রে পণ্যটির উত্তোলন, সরবরাহ, পরিশোধন ও মজুদ বাড়তে থাকায় পণ্যটির ঊর্ধ্বমুখী ধারা উল্টো প্রবণতায় ধাবিত হতে শুরু করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ