Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স’র প্রবাসী সহায়তা ডেস্ক সুবিধা চালু

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু করছে এবং বিমান বহরে অধিক সংখ্যক আধুনিক এয়ারক্রাফট যুক্ত করে চলেছে। আন্তর্জাতিক মান সম্পন্ন যাত্রীসেবা ও সময়মতো ফ্লাইট পরিচালনার জন্য ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের আকাশ পরিবহন সেবায় অনন্য নজির স্থাপন করেছে। ইউএস-বাংলা’র কাছে সকল যাত্রীই গুরুত্বপূর্ণ (ভিআইপি)। এভিয়েশন ব্যবসায় মূল প্রতিপাদ্য- ‘যাত্রী সেবাই প্রথম’। আর বাংলাদেশ একটি অধিক জনবহুল দেশ। সরকারী কিংবা বেসরকারী পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রফতানি করে থাকে। যার মধ্যে শ্রমিক শ্রেণীই অন্যতম। যাঁদের উপার্জনে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে দেশ। যাঁদের উপার্জনে দেশের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এভিয়েশন ব্যবসা স্থিরতা পাচ্ছে, এবার তাঁদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসী সহায়তা ডেক্স সুবিধা চালু করেছে। যেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা পাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিদেশগামী শ্রমজীবী যাত্রীরা, যারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে যাচ্ছে। একইভাবে বিদেশের বিমান বন্দরগুলোতেও একই সার্ভিস প্রদান করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেস্ক থেকে কম্পিউটারাইজড ডিপারচার কার্ডসহ অন্যান্য সুবিধাদি, যা বিদেশগামী যাত্রীদের জন্য বাংলাদেশের কোনো এয়ারলাইন্সের এই ধরনের প্রথম যাত্রী সেবা চালু করল ইউএস-বাংলা এয়ারলাইন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ