বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ডিবির এডিসি মো: কামরুজ্জামান। জিজ্ঞাসাবাদ শেষে ভোলাকে গতকাল (মঙ্গলবার) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাতমাস পর রিমান্ডে এনে ভোলাকে জিজ্ঞাসাবাদ করে ‘গুরুত্বপূর্ণ’ কিছুই পাওয়া যায়নি বলে জানান আইও। কার নির্দেশে মিতুকে খুন করা হয়েছে এবং কার কথায় এ খুনের জন্য সে অস্ত্র সরবরাহ করেছে এ সম্পর্কেও স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি ভোলা।
গত বছরের ২ আগস্ট রিমান্ড মঞ্জুরের সাত মাস পর গত রোববার ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে নেন আইও। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।