Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূরে যাইনি, শিখছি নতুন কিছু-হাসান

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রক গায়ক হিসেবে সঙ্গীতশিল্পী হাসানের পরিচিতি। সেই নব্বই দশক থেকে তার গানের যাত্রা শুরু। তার গান শুনে তরুণ প্রজন্ম উন্মাতাল হয়ে উঠত। তার গাওয়া অসংখ্য গান শ্রোতাদের মুখে মুখে এখনো ফেরে। দীর্ঘ দিন ধরে এই জনপ্রিয় গায়ক গান থেকে দূরে আছেন। তার নতুন কোনো গান নেই। তবে তিনি জানান, মানুষের একটা ভুল ধারণা যে গান থেকে দূরে সরে গিয়েছি আমি। কথাটা ঠিক নয়। আসলে যারা গান করেন তারা গান থেকে দূরে সরে যান না, যেতে পারেন না। সে জন্য আমিও যেতে পারিনি। যখন আমি মনে করব যে শ্রোতাদেরকে আনন্দ দেবার মতো কিছু করতে পেরেছি, তখনই ফিরে আসব। সে জন্য অনেকদিন সময় নিচ্ছি। গান নিয়ে আন্ডারগ্রাউন্ডে অনেক কাজ করছি। শিখছি নতুন কিছু। তিনি বলেন, আমার একটা সময় ছিল। একটা স্টাইল বা ধারা নিয়ে কাজ করেছি। যেটা আর্ক ব্যান্ডের মাধ্যমে হয়েছিল। এখনকার যুগে শ্রোতা চাহিদা অনেক পরিবর্তন হয়েছে। মিউজিক বিশ্বও এখন অনেক এগিয়ে গেছে, সেভাবে তাল মিলিয়ে আমাদের গানও এগিয়ে যাওয়ার কথা। বিভিন্ন কারণে আমাদের দেশে ৯০ দশকের সেই ব্যান্ড সঙ্গীতের ধারাটা আমরা আর ফিরিয়ে আনতে পারিনি। আমি ’৯৬ সাল যেহেতু গান করেছি এখন আবার অনুভব করি যে, কিছু একটা করা উচিৎ। কিছু একটা রেখে যাওয়া উচিৎ যা দর্শকদের আবার আনন্দ দেবে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে, উপকৃত করবে। সে জন্য অনেকদিন ধরে কাজ করেছি।



 

Show all comments
  • kawsir ৮ মার্চ, ২০১৭, ১:৩৮ এএম says : 0
    apner notun gan chai
    Total Reply(0) Reply
  • মোহাম্মাদ লিটন মাহমুদ ৮ মার্চ, ২০১৭, ১:১১ পিএম says : 0
    বস আপনাকে আমি খুব মিচ করি
    Total Reply(0) Reply
  • Aspi Nur ৮ মার্চ, ২০১৭, ১:১২ পিএম says : 0
    New Song Cai.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ