প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: গত বছরের অক্টোবরে অভিনেতা ও নাটক-চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ শুরু করেন নতুন চলচ্চিত্র ‘হালদা’র কাজ। ইতোমধ্যে চলচ্চিত্রটির শুটিং-এর কাজ শেষ করে শিল্পীদের ডাবিং-এর কাজও সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে কালার গ্রেডিং-এর কাজ’সহ অন্যান্য আনুষঙ্গিক’র কাজ চলছে। ‘হালদা’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, জাহিদ হাসান, মোশাররফ করিম, শাহেদ আলী সুজন, রুনা খান, তিশা, ইকবাল, দিলু’সহ আরো অনেকে। সর্বশেষ তৌকীর আহমেদ নির্মিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। বিদেশেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ‘অজ্ঞাতনামা’ প্রশংসা কুড়ায়। আন্তর্জাতিক উৎসবগুলোতে চলচ্চিত্রটি সাতটি পুরস্কার লাভ করে। ‘অজ্ঞাতনামা’র পর তাই ‘হালদা’ নিয়েও দর্শকের আগ্রহ থাকা স্বাভাবিক। তৌকীর আহমেদ জানান, চলতি বছরেই ‘হালদা’ মুক্তি পাবে। তবে কখন মুক্তি পাবে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। এদিকে তৌকীর আহমেদ জীবনানন্দকে নিয়ে শীঘ্রই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ইতোমধ্যে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট’র কাজ শেষ করেছেন। এ বছরই চলচ্চিত্রটির নির্মাণ কাজে হাত দেবেন। এদিকে তৌকীর আহমেদ এরইমধ্যে মুক্তিযুদ্ধের নাটক ‘ধদিচি যুগে যুগে’র কাজ শেষ করেছেন। এছাড়া তিনি নাজনীন হাসান চুমকির নির্দেশনাতেও নতুন ধারাবাহিক নাটক ‘তিলোত্তমা’তে কাজ শুরু করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।