Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নরসিংদীর শ্রেষ্ঠ শিক্ষক রমজান আলী সরকার

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদীর কৃতী শিক্ষক রমজান আলী সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’র আওতায় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মন্দী কেকেএম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখা সিনিয়র শিক্ষক এবং সাবেক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। একই স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চতর ডিগ্রী নিয়ে এই স্কুলে ২২ বছর শিক্ষকতা করে সততা, নিষ্ঠা কর্তব্যপরায়ণতা ও নৈতিকতাসহ বিভিন্ন গুণাবলীর স্বীকৃতিস্বরূপ তিনি এই শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জন করেন। তিনি ১৯৯২ সালে রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরে পার্বত্য জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। ১৯৯৪ সালে তিনি তার বর্তমান কর্মস্থল ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারী বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষক রমজান আলী সরকার নরসিংদী জেলা শহরের ব্রাহ্মন্দী মহল্লার মরহুম বশির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলীর জেঠাতো ভাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী

১১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ