Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সাংবাদিক কামরুল মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সিনিয়র সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার অন্যতম প্রতিষ্ঠাতা খুলনার দৈনিক সময়ের খবর’র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রখ্যাত আইনজীবী কামরুল মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গতকাল জুম্মাবাদ তাঁর মাগফিরাত কামনায় খুলনা নগরীর খানজাহান আলী রোডের আল হেরা জামে মসজিদে ও সময়ের খবর কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সময়ের খবর’র ব্যবস্থাপনা পরিচালক এসএম খালিদ হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান, পরিচালক আলহাজ মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, সময়ের খবর’র বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক আনোয়ার হোসেন, চীফ রিপোর্টার এএইচএম শামিমুজ্জামান, আশরাফুল ইসলাম নূর, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ইসলামী আন্দোলন খুলনা নগর শাখার সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, মরহুম কামরুল মুনীরের ভাই এনামুল কাদীর ও মনোয়ারুল কাদীর প্রমুখ।
উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক ও আইনজীবী কামরুল মুনীর ২০১৪ সালের ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ