Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরে নববধূকে হত্যা মানববন্ধন ও গ্রেফতারের দাবি

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী নববধূ রোদেলা হত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখানে বক্তরা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্তু সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, শহরের সাজেদা কবির উদ্দিন সরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সোমবার রাতে শহরের গোয়ালচামট নতুন বাজার এলাকায় যৌতুকের দাবিতে ওই নববধূকে হত্যা করা হয়। নিহত ওই বধূর নাম সাজিয়া আফরিন রোদেলা (১৮)। সে শহরের আলিপুর খাঁপাড়া মহল্লার জনৈক শওকত হোসেন খানের মেয়ে। সে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স শ্রেণির ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিল। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, অবিলম্বে এই নববধূর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা বলেন, এই হত্যা বিচার না হলে দিন দিন এ ধরনের হত্যা কান্ড বেড়েই যাবে। নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা জরুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ