Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাকান্দায় ‘সেতু প্রকল্প’ ছিনতাইয়ের অভিযোগ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ক্ষমতাসীনদের মদদে ‘সেতু প্রকল্প’ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সোমবার দুপুরে উপজেলার ভেরুয়া হরিয়াতলা এলাকায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ নিয়ে উপজেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ভেরুয়া হতে হরিয়াতলা রাস্তার মধ্যকার খালের উপর সেতু নির্মাণ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধনে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভেরুয়া হরিয়াতলা রাস্তার মধ্যকার খালের উপর সেতু নির্মাণ বহাল রাখার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, একটি মহলের কারসাজি করে ওই সেতুটি ভেরুয়া রাজদারিকেল মধ্যকার খালের উপর সেতু নির্মাণের পাঁয়তারা চলছে।
তবে গ্রামের অপর পক্ষের দাবি, ভেরুয়া রাজদারিকেল মধ্যকার রাস্তার মাজারসংলগ্ন খালের উপর প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী সেতু নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। তাই প্রকল্প স্থান ব্যতীত অন্য স্থানে সেতু নির্মাণ করার প্রশ্নই আসে না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ভেরুয়া হতে হরিয়াতলা রাস্তায় রাজদারিকেল মাজারসংলগ্ন গজারিয়া খালের উপর ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন হয়।
তবে মানবন্ধনকারীদের দাবি, সেতু প্রকল্পটিতে পূর্বে ভেরুয়া হতে হরিয়াতলা বাজার এলাকার খালের উপর সেতু নির্মাণ করার কথা থাকলেও উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের যোগসাজশে প্রকল্পের টেন্ডারে পরিকল্পিতভাবে মাজার উল্লেখ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রস্তাবনায় এ প্রকল্প অনুমোদন হয়েছে। কিন্তু একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে এ সেতু প্রকল্পটি নিয়ে বিশৃংখলা করছে।
এ বিষয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শরীফ আহম্মেদ বলেন, এক স্থানের প্রকল্প অন্য স্থানে করার সুযোগ নেই। তবে গ্রামবাসীর দাবি অনুযায়ী ওই স্থানে আরেকটি সেতু দ্রæত নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প তৈরির কাজ শুরু করা হয়েছে বলেও জানান এমপি শরীফ আহম্মেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ