Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বামদলের ডাকা হরতালে জনগণের সমর্থন নেই -বাহাউদ্দিন নাছিম

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : সাধারণ মানুষের জীবনের মান সমান করতে সরকার সঠিক লক্ষ্যে ন্যাচেরাল গ্যাসের দাম বাড়িয়ে সিলিন্ডার গ্যাসের সমপর্যায়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। গ্যাসের দাম বৃদ্ধিতে বাম দলের ডাকা আধাবেলা হরতালে জনগণের কোন সমর্থন নেই বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।
নাছিম বলেন, এ সকল বাম দল শুধু কাজগে কলমের পার্টি। শুধুমাত্র বিবৃতি দেয়াই তাদের কাজ। জনগণ তাদের সমর্থন করে না। তৃণমূল পর্যায়ে নাগরিকদের স্বার্থ নিয়ে বামদল কাজ করে না। তাই তাদের সাথে কেউ নেই। তারা নো পার্টি। গ্যাসের দাম বৃদ্ধিতে ১৬ কোটি মানুষের ভাগ্য ও অধিকার সমান করা সম্ভব বলেও জানান তিনি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদারসহ অন্যরা।
অনুষ্ঠানে ১শ’ ৮টি পরিবারের মাঝে ৯টি (বান্ডিল) করে ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাছিম

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ