Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে ফেব্রুয়ারিতে ১১ জনের অস্বাভাবিক মৃত্যু

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এস এম বাবুল (বাবর), লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ফেব্রুয়ারি মাসে ১১ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গৃহবধূ রয়েছেন ৬ জন, তাদের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মেঘনা নদীতে পাওয়া গেছে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত যুবকের লাশ। এছাড়া ৩ জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।
২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে লক্ষ্মীপুর সিটি হাসপাতালের সামনে ইটবোঝাই পিকআপের চাপায় শোভন নামের এক ব্যক্তি নিহত হয়।
২৫ ফেব্রুয়ারি রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম থেকে গৃহবধূ ছুমাইয়া আক্তার সিমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিমু রসুলপুর গ্রামের জয়নাল আবেদীন সেলিমের মেয়ে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোস্তাফা কোম্পানি বাড়ির সরু একটি আমগাছের সঙ্গে চিকন রশিতে বাঁধা বসা অবস্থায় হাজেরা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
২০ ফেব্রুয়ারি সোমবার রামগতি-লক্ষ্মীপুর সড়কে দুর্ঘটনায় মো: ফারুক (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফারুক রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সুজন গ্রামের ছিদ্দিক মাস্টারের ছেলে।
১৯ ফেব্রুয়ারি কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে সপ্তম শ্রেণীর ছাত্র মো: আল আমিন (১৪) নামের একজনের মৃত্যু হয়েছে। আল আমিন চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুজ জাহেরের ছেলে।
১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার পশ্চিম বটতলী এলাকা থেকে শারমিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ৬ মাস আগে বিয়ে হয় শারমিন আক্তারের।
১৭ ফেব্রুয়ারি রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
১১ ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার ইসলাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: লিটন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। লিটন উপজেলার আটিয়াতলি গ্রামের আশক আলী ভূঁইয়া বাড়ির মৃত নজির আহমেদ ভূঁইয়ার ছেলে।
১০ ফেব্রুয়ারি সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন এলাকা থেকে পলি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে পলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রাম থেকে হাসনা বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। হাসনা বেগম ওই এলাকার যুবরাজ উদ্দিনের মেয়ে ও একই এলাকার মৃত সেলিমের স্ত্রী ছিলেন।
৫ ফেব্রুয়ারি রোববার রাতে রামগতি পৌরসভাস্থ শাহাজান মাস্টারের বাসা থেকে ফাতেমাতুজ জোহরা মেঘলা (২২) নামের গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে ভোলা জেলা সদরের পৌরসভার নবীপুর এলাকার শহিদুল হক টিটুর মেয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ