Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন লালমনিরহাট, দ্রততম মানব অভি

বাংলাদেশ রেলওয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতটি স্বর্ণ, চারটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পেয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট। পাঁচ সর্ণ এক রৌপ ও দু’টি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ রাজশাহী হেড কোয়ার্টার (পশ্চিম)। ১০০ মিটির দৌড়ে দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলীর সাইফুল ইসলাম অভি। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকার অবস্থান এবার সপ্তম। পোলোগ্রান্ড মাঠে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে গতকাল পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলওয়ের জেনারেল ম্যানেজার মো. আবদুল হাই (পূর্ব)। এবারের আসরে ২০টি ইভেন্টে আটটি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে লালমনিরহাট, রাজশাহী হেডকোয়ার্টার (পশ্চিম), পাহাড়তলী, ঢাকা, চট্টগ্রাম, পাকশী, সৈয়দপুর ও হেডকোয়ার্টার (পূর্ব)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ