পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হালিম আনছারী, রংপুর থেকে : রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ এবং একজনকে খালাস দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রংপুরের বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।
রায়ে দ-প্রাপ্ত আসামিরা হলেনÑ জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী। এদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন আবু সাইদ।
রায়ের প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, এটি একটি যুগান্তকারী রায়। এ রায় জনগণের কাক্সিক্ষত ও প্রত্যাশিত। তিনি খালাস প্রাপ্তদের বিরুদ্ধে আপিল করার জন্য রাষ্ট্রপক্ষের প্রতি আবেদন জানান।
ফাঁসির দ-প্রাপ্ত ইসাহাক আলীর ভাই নুর মোহাম্মদ বলেন, আমার ভাই নির্দোষ, শত্রুতাবশতঃ তাকে এ মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং ১৯ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন রায়ের তারিখ ঘোষণা করেন বিজ্ঞ আদালত। মামলায় বাদীপক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে ঘাসের খামারে যাওয়ার সময় আসামিরা জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের হলে কাউনিয়া থানা পুলিশ জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া, আবু সাইদ ও সাখাওয়াত হোসেনকে পুলিশ গ্রেফতার করে। অন্যদের মধ্যে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মৃত্যুদন্ড প্রাপ্ত রোকয়ো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনসারী এখনও পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।