Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ জেএমবির দুই সদস্যসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে নিউ জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। তারা হলো- আল আমিন (২৭) ও শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৭)। গত শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হায়।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগযোগ মাধ্যমে সরকার বিরোধী, আক্রমানত্মক ও জঙ্গিবাদী মতবাদ প্রচার করতো। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুজব ছাড়ানোর অভিযোগে ভাটারা থেকে বাবুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউ জেএমবির দুই সদস্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ