Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের বিভিন্ন পদক্ষেপে রফতানি বাণিজ্য রেকর্ড -রাঙ্গা

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকারের রফতানিবান্ধব নীতি এবং বিশেষ আর্থিক প্রণোদনা সহায়ক কার্যক্রম গ্রহণ করায় রফতানি বাণিজ্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রফতানি বাণিজ্যে সহায়তা প্রদানে গঠিত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ২০০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। এতে করে রফতানিকারকগণ স্বল্প মুনাফায় কাঁচামাল আমদানি করতে পারছেন। গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ক্লাব আয়োজিত স্টার্ট-আপ এক্সপো ২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের উপদেষ্টা প্রফেসর মকদুম মোর্শেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. আজিম উদ্দিন আহমেদ, ভিসি প্রফেসর আতিকুল ইসলাম, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. আব্দুল্লাহ জাবের, মো. আব্দুল্লাহ জুবায়ের ও আব্দুল্লাহ মোহাম্মদ তালহা। প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেলের একটি সফল নিদর্শন। রফতানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের ক্ষেত্রে পণ্যের গুণগতমান, মোড়কজাতকরণ প্রভৃতি বিষয়সমূহ গুরুত্বপূর্ণ। তাই দেশীয় উৎপাদনকারীদের এ বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে। তিনি বলেন, দেশীয় উৎপাদিত পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণের মাধ্যমে রফতানি বৃদ্ধির লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ মিশনে নতুন বাণিজ্যিক উইং খোলা হয়েছে। এতে করে রফতানি বাজার সম্প্রসারিত ও রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে। তিনি এক্সপো আয়োজক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের ব্যবসাবান্ধব কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে প্রতিমন্ত্রী এক্সপোতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ