মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী কমাতে নতুন এক নির্দেশনা জারি হয়েছে, যেখানে অভিবাসন মর্যাদা নেই এমন ব্যক্তিদের গ্রেফতারের পরপরই দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। গত মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিষয়কমন্ত্রী জন কেলি এ কঠোর নির্দেশনা জারি করেন। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি নতুন করে আরো ১০ হাজার এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। গত মাসের শেষ দিকে এক নির্বাহী আদেশে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সিরিয়ার শরণার্থীদের জন্য পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা বলা হয়। সেইসঙ্গে মুসলিমপ্রধান সাত দেশ ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। ট্রাম্পের এ আদেশের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকার পরও বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে ওই সাত দেশের নাগরিকদের আটকে দেয়া হয়। এমনকি দ্বৈত নাগরিকরাও ওই নিষেধাজ্ঞায় আওতায় পড়ে যায়। তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় এবং বহু জায়গায় বিক্ষোভ হয়। পরে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে। অভিবাসী ঠেকাতে এই সপ্তাহে ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশ দেবেন বলে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। তার আগে নতুন এ নির্দেশনা লাখ লাখ বাংলাদেশিসহ সোয়া কোটি অবৈধ অভিবাসীকে বহিষ্কারের ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটিকে দেয়া নতুন এ নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে অভিবাসী ও মানবাধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার পরিপন্থি এধরনের নির্দেশনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কেলির নতুন নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে লস এঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) সদস্যরা রাস্তায় নেমে পড়ে। তাদের অভিযানের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী বিভিন্ন কম্যুনিটিতে আতঙ্ক বিরাজ করছে। ডেমোক্র্যাটিক পার্টির দুই শীর্ষ নেতা সিনেটর চাক শ্যুমার ও কংগ্রেসওম্যান ন্যান্সি পেলসি পৃথক বিবৃতিতে নতুন এ নির্দেশনার সমালোচনা করেছেন। তারা একে অ-আমেরিকান অভিহিত করে বলেছেন, এমন নির্দেশনা দিয়ে আমেরিকার বর্ণাঢ্য ঐতিহ্যে চিড় ধরানো হচ্ছে। নির্দেশনার সমালোচনা করে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে পড়ল। সন্ত্রস্ত লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলেই আত্মগোপনে যাবেন। ফলে অপরাধীদের কোন তথ্য পুলিশ সহজে আর পাবে না। আমেরিকায় জন্ম নেয়া ছেলেমেয়ের সামনে থেকে তাদের মা-বাবাকে ধরে নিয়ে নিজ দেশে ফেরত পাঠালে পারিবারিক বিভক্তি বাড়বে বলেও অভিযোগ করেন তিনি। নতুন নির্দেশনার প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক মেরিলেনা হিসক্যাপি বলেছেন, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন সুযোগের অপব্যবহার করে মানুষের শ্বাস কেড়ে নিচ্ছে। এভাবে আইনের শাসনের পথ রুদ্ধ করে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের এটর্নি লি গেলান্টও। গণমাধ্যমকে তিনি বলেছেন, এর ফলে ট্রাম্প প্রশাসন যখন খুশি যাকে-তাকে ধরে যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে ছুড়ে ফেলতে পারবে। সভ্য সমাজে এটি কতটা গ্রহণযোগ্য? এ নির্দেশনার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালাব। একই সংগঠনের অভিবাসন অধিকারবিষয়ক প্রকল্পের পরিচালক ওমর জারোয়েট বলেছেন, বিচারাধীন একটি বিষয়ের নিষ্পত্তি হওয়ার আগেই নতুন নির্দেশনা দিয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা চলছে। তবে আমরা কখনই অ-আমেরিকান কর্মতৎপরতাকে প্রশ্রয় দেব না। পিউ রিসার্চ সেন্টার ও সরকারী নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি ২৫ লাখের মতো অবৈধ অভিবাসী আছেন। এদের বেশিরভাগেরই বাস লসএঞ্জেলস, নিউইয়র্ক, প্যাটারসন, আটলান্টা, মিয়ামি, ফোর্ট লডারডেল, ডেট্রয়েট, শিকাগো, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফিলাডেলফিয়া, বস্টন, দেলওয়ারে, ডালাস ও হিউস্টনে। নতুন এ নির্দেশনা ও গ্রেফতার আতঙ্কে শহরগুলোর ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে বলে কম্যুনিটি নেতারা জানিয়েছেন। ইমিগ্রেশনের অ্যাটর্নি ও মানবাধিকার কর্মীরা এ সময় অভিবাসীদের সতর্ক হয়ে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।